উত্তরদিনাজপুর

হাইটেনশনের একটি বিদ্যুতের টাওয়ারে উঠে মহিলার গান গাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে

হাইটেনশনের একটি বিদ্যুতের টাওয়ারে উঠে গান করাকে কেন্দ্র করে হৈ চৈ কান্ড উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রামপুর গ্রামে। প্রায় দুঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে টাওয়ার থেকে নামানো হয় ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে। পরে তাকে রায়গঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। রবিবার রায়গঞ্জ-বিন্দোল সড়কের ধারে রামপুর এলাকায় হাইটেনশনের একটি বিদ্যুতের টাওয়ারের ওপর এক পাগলিনীকে বসে থাকতে দেখে স্থানীয়রা। শোনা যায়, টাওয়ারের ওপর  বসে থাকা মহিলার গান। এদিকে ওই মহিলা আত্মহত্যা করতে চলেছে ভেবে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। তবে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে গান গাইতে দেখে আতঙ্ক কিছুটা কম হলেও ঘটনাস্থলটি হাইটেনশনের বিদ্যুতের টাওয়ার হওয়ার কারনে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা দেখা দেয় উপস্থিত জনতার মধ্যে। খবর দেওয়া হয় রায়গঞ্জ দমকল বিভাগে। এরপর প্রায় দুই ঘন্টার চেষ্টায় অবশেষে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে টাওয়ার থেকে নামাতে সমর্থ্য হয় দমকল বাহিনী। এরপর দমকল বাহিনী তাকে নিয়ে এসে রায়গঞ্জ থানার হাতে তুলে দেয়। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে রক্ষা করতে পেরে  হাফ ছেড়ে বাঁচে রামপুর গ্রামের বাসিন্দারা।